Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

কৃষিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাফল্যঃ

  • খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
  • চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়।
  • সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়।
  • খাটো জাতের নারিকেলের প্রবর্তন।
  • দেশী ও তোষা পাটের জীবনরহস্য আবিস্কার এবং পাটসহ পঁচ শতাধিক ফসলের ক্ষতিকর ছত্রাকের জীবনরহস্য উন্মোচন।
  • ফসলের প্রতিকূলতা সহিষ্ণু ও উচ্চফলনশীল নতুন জাত উদ্ভাবন ১৭৯ টি ।
  • সেচ সুবিধা সম্প্রসারণ  ৯ লাখ ৮১ হাজার ১৯৮ হেক্টর।
  • খামার যান্ত্রিকীকরণে ভর্তূকি প্রদান ১৬৩ কোটি ৪১ লাখ টাকা।
  • কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান ২ কোটি ৫ লাখ ৪৪ হাজার ২০৮ জন।
  • খুচরা সার বিক্রেতা নিয়োগ ৩৮ হাজার ৫৮৯ জন।
  • ১০ টাকায় কৃষকের ব্যাংক একাউন্ট খোলা ৯১ লাখ ৯০ হাজার ৬৪ টি।
  • ৪ দফা নন-ইউরিয়া সারের মূল্যহ্রাস করে (কেজিপ্রতি) টিএপি ২২ টাকা, এমওপি ১৫ টাকা, ডিএপি ১৬ টাকা মূল্য নির্ধারন।
  • মাটি ও জলবায়ূ ভিত্তিতে ফসলের ক্রপ জোনিং ম্যাপ প্রণয়ন ১৭ টি।
  • ডিজিটাল কৃষি তথা ই-কৃষির প্রবর্তন (৪৯৯ টি এআইসিসি, কৃষি কল সেন্টার, কৃষি কমিউনিটি রেডিও, সকল সংস্থার তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, ওয়েব অ্যাপিস্নকেশন ও সফটওয়্যা, ই-বুক, ইন্টারনেট সংযোগ ইত্যাদি)
  • জাতীয় কৃষি নীতি ২০১৩, জাতীয় জৈব কৃষি নীতি ২০১৬, সমন্বিত ক্ষুদ্র সেচ নীতিমালা ২০১৭ সহ বিভিন্ন কৃষি উন্নয়ন নীতিমালা প্রণয়ন।